অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে কুঠি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার, এক যুবক আটক

  Admin1234@ ৬ নভেম্বর ২০২৫ , ১২:৪১:২৭ 40

শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার :

‎চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে একটি কুঠি থেকে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে।
‎বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ৫৩ বিজিবির জহুরপুরটেক বিওপির টহলদল বিশেষ অভিযানে এসব উদ্ধার করে।
‎চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা মো. মামুনের বাড়ির একটি কুঠি থেকে ২ দশমিক ৩ কেজি গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মামুন (২০) ও একই গ্রামের নয়ন (৩৫), পিতা বাবলু হক, এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে মামুনকে আটক করা হলেও নয়ন পলাতক রয়েছেন। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য ও সরঞ্জামসহ আটক মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‎লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,
“বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, গবাদিপশু ও মাদক চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর:

Sponsered content