Admin1234@ ৪ নভেম্বর ২০২৫ , ৮:১৯:০৯ 38
মোঃ মাহাবুবুল আলম স্টাফ রিপোর্টার

প্রখ্যাত নাট্য পরিচালক রুহুল আমিনের পরিচালনায় মালাবতি বইটি মঞ্চস্থ হল ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার আলাদীনস্ পার্কে। নাট্য অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন তারা মেম্বারে এবং উদ্বোধক ছিলেন হারুন মিয়া । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহের তালুকদার, বিএনপি নেতা আতাহার আলী খান কাজল , বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ,ফুলবাড়িয়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ,এ এস আই লিটন , আরো অসংখ্য নানা শ্রেণী পেশার মানুষ। স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিগণ নিজেস্ব উদ্যোগে দীর্ঘদিন প্রশিক্ষণের মাধ্যমে নাটকটি মঞ্চায়ন করেন। চকচকে রঙিন কাপড়ের উপর সাদা পাথরে নকশা খচিত রাজ পোশাকে আলোর ঝলকানিতে মোহিত হয়ে উঠেছিল দর্শকদের হৃদয়। দারাজ কন্ঠে সংলাপ ,বাদশাহ ,উজির ,সিপাহশালা, প্রেম সংঘাত অত্যাচারীর চাবুকের আঘাত ,নায়ক নায়িকার বিরহ সংগীতে বিশেষ উপভোগ হয়ে উঠেছিল নাটকটি । আনন্দ ও ধৈর্যের সাথে দর্শকরা রাত এগারোটা থেকে শেষ রাত পর্যন্ত নাটকটি উপভোগ করেন। সুস্থ সাংস্কৃতিক মানসিকতা নিয়ে এমন একটি প্রোগ্রাম আয়োজনের জন্য এলাকাবাসীর প্রশংসা কোরিয়েছে নাট্য সংগঠনটি। অতীতে এক সময় মানুষ এমন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিনোদনের খোরাক জোগাতো। দীর্ঘদিন যাবত নানাবীদ জটিলতায় এ সকল প্রোগ্রাম আয়োজন থেকে বিরত ছিলো এলাকাবাসী। নতুন উদ্যমে সুস্থ ধারায় সাংস্কৃতিক পরিবেশ ফিরে আসুক এমনটাই প্রত্যাশা এলাকাবাসী। গ্রামীণ মানুষের হাসি -কান্না ,চিন্তা- চেতনা, আধুনিকতার সাথে মিল রেখে এগিয়ে চলুক আগামীর পথে।













