Uncategorized

চুয়াডাঙ্গার দর্শনায় র‍্যাব-১২ এর বিশেষ অভিযান: ৯ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

  Admin1234@ ৪ নভেম্বর ২০২৫ , ৯:০০:৫০ 36

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি

দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

​মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১২, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানে ৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত যুবক দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

​জানা যায়, গত সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, অর্থাৎ দুই ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন মিজানের চায়ের দোকান এলাকা।
​আটককৃতের পরিচয়
​গ্রেফতার হওয়া যুবকের নাম সুমন (২৫)।

সে দর্শনা পৌরসভা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা এবং ধৃত মিজানের চায়ের দোকানের মালিক মিজানের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বাবার চায়ের দোকানের আড়ালেই সে এই অবৈধ মাদক কারবার চালিয়ে আসছিল।

​র‍্যাব-১২, ঝিনাইদহ ক্যাম্পের ক্যাপ্টেন ওয়াহেদ এই অভিযানটির নেতৃত্ব দেন। র‍্যাব সূত্রে জানানো হয়, সীমান্তের কাছাকাছি হওয়ায় দর্শনা অঞ্চলে মাদকের একটি সক্রিয় চক্র থাকতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতেই র‍্যাব এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​আটককৃত সুমনের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৯ বোতল ফেনসিডিল। এই নিষিদ্ধ কাশির সিরাপটি মূলত মাদক হিসেবে সেবন করা হয় এবং এটি সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় অবৈধ পথে প্রবেশ করে।

​র‍্যাব-১২ কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে যে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান একটি “জিরো টলারেন্স” নীতির অংশ। সমাজের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

​আটককৃত সুমনকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

​মাদক চোরাচালান ও কারবারিদের দমনে র‍্যাবের এমন তৎপরতায় দর্শনা এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেছে।

আরও খবর:

Sponsered content