Admin1234@ ২ নভেম্বর ২০২৫ , ১:৫২:৫২ 46

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে চুয়াডাঙ্গা-২ আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে, দর্শনা পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় এই প্রচারণা বর্তমানে তুঙ্গে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সংবলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান।
গতকাল শনিবার বিকালে বিএনপি এবং মহিলা দলের নেতাকর্মিদের সাথে নিয়ে তিনি দর্শনা শান্তিপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।
প্রচারণা চলাকালে আলহাজ্ব মশিউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নের জন্য বিএনপি সরকারের বিকল্প নেই বলে জোরালো দাবি করেন। তিনি বলেন,
“বিএনপি হলো গরীব-দুখী, অসহায় মানুষের দল। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সেক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের নিজেদের উন্নয়নের পথ সুগম করবেন।”
তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি মাহমুদ হাসান খান বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে এই প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় যারা উপস্থিত ছিলেন:
ক. বিএনপি নেতৃবৃন্দ:
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য: রেজাউল ইসলাম
বিএনপি নেতা: আবু জিহাদ, হুমায়ুন কবির, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরমান আলী, উথান, পিয়ার আলী, শাহীন, হাসান, হোসাইন।
খ. যুবদল নেতৃবৃন্দ:
দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব: জালাল উদ্দিন
দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক: মোস্তাফিজুর রহমান মোহন, মোশেদুর রহমান লিংকন
যুবদলের অন্যতম নেতা: রকিবুল হাসান ব্রাইট।
গ. ছাত্রদল নেতৃবৃন্দ:
দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক: আরাফাত হোসেন
যুগ্ম আহ্বায়ক: সাইদুর রহমান, আল মুকিত, সাব্বির রহমান, আরাফ খান মামুন, ফয়সাল, আরিফ হোসেন, নাসির লটু, বাবর আলী, জাহিরুল, সাহাব, শোভন, আনোয়ার, সুজন, নাইমুর রহমান সবুজ, আব্দুল মমিন, আকাশ খান। দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব: পলাশ আহমেদ
যুগ্ম আহ্বায়ক: মোফাজ্জেল হোসেন মোফা।
ঘ. মহিলাদল নেতৃবৃন্দ:
মহিলাদলের নেত্রী: শিরিনা, সিমা, মুক্তা, আয়েশা, মর্জিনা প্রমুখ।
এই প্রচারণার মাধ্যমে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ব্যাপক জনমত তৈরির প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের ৩১ দফা এবং বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সহায়ক হবে।

















