Uncategorized

সৎ মানুষ বিজয়ী হলে যাকাত খাওয়ার মানুষ থাকবেনা : অধ্যক্ষ হেলালী

  Admin1234@ ৩১ অক্টোবর ২০২৫ , ৩:৪০:২৩ 54

 

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম ঃ

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “যদি সৎ ও আল্লাহভীত মানুষ রাষ্ট্র পরিচালনায় আসে, তবে সমাজে আর কেউ যাকাতের প্রাপক থাকবে না। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন, দুর্নীতি ও বৈষম্য চিরতরে বন্ধ হবে।”

৩০ অক্টোবর সন্ধ্যায় নাসিরাবাদের আপন নিবাস এলাকায় বয়েস স্কুল কেন্দ্রের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়। দেশের সম্পদ জনগণের, কিন্তু তা উপভোগ করছে কেবলমাত্র কিছু সুবিধাভোগী শ্রেণি। ইসলামী মূল্যবোধে পরিচালিত সৎ নেতৃত্বই পারে এই বৈষম্যের অবসান ঘটাতে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল-ফালাহ নির্বাচনী জোনের পরিচালক মাওলানা মফিজুল হক।

টেকনিক্যাল জোন পরিচালক ইমরান সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী এবং ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।

ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী বলেন, “নৈতিকতা, সততা ও জবাবদিহিতার রাজনীতি ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। ইসলামী আদর্শভিত্তিক শাসনই পারে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে।”

বক্তারা আরও বলেন, সৎ নেতৃত্বের অভাবে সমাজে বৈষম্য ও অন্যায় বৃদ্ধি পেয়েছে। তরুণ প্রজন্মকে সৎ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে, যাতে ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-ফালাহ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি হেদায়েত উল্লাহ, মোহাম্মদ আমিন, মাওলানা সোলায়মান, মাওলানা আবু তাহের ফারুকী ও শওকত হোসেন প্রমুখ।

উঠান বৈঠকে এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সৎ নেতৃত্ব ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও খবর:

Sponsered content