Uncategorized

রৌমারীতে দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত

  Admin1234@ ৩১ অক্টোবর ২০২৫ , ৩:৩২:০৯ 90

মাহবুবুল আলম ফারুকী , জেলা প্রতিনিধি(কুড়িগ্রাম):

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বাগেরহাট নতুন বাজার এলাকায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ বাবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হায়দার আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী থানা শাখা।

সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ নেতৃবৃন্দ বাগেরহাট নতুন বাজার এলাকা ঘুরে পুরাতন বাগেরহাটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আলহাজ মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক তাঁর বক্তব্যে বলেন,

> “জামায়াতে ইসলামী দেশের আদর্শনিষ্ঠ ও কল্যাণমুখী রাজনীতির ধারক। ইসলামি মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের কল্যাণে কাজ করে তাদের আস্থা অর্জন করতে হবে।”

 

তিনি আরও বলেন,

> “রৌমারী, রাজিবপুর ও চিলমারী অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামি আদর্শের ভিত্তিতে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

 

জনাব হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন,

> “জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। সমাজে অন্যায়-অবিচার, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের প্রত্যেক সদস্যকে সচেতন ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি ওয়ার্ডকে সক্রিয় ও জবাবদিহিমূলক করতে হবে।”

সভাপতি মোঃ বাবুল হোসেন ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,

> “ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে আজকের এই সাধারণ সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।”

 

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও খবর:

Sponsered content