Uncategorized

কুটিপাড়ায় গন অধিকার পরিষদের সদস্য সংগ্রহ অভিযান ওউঠান বৈঠক আলোচনা সভা। আব্দুল হালিম ডিমলা উপজেলা

  Admin1234@ ৩১ অক্টোবর ২০২৫ , ৬:২৪:৪৮ 12

 

আব্দুল হালিম, ডিমলা উপজেলা প্রতিনিধি
ডিমলা, নীলফামারী।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৯ নং ওয়ার্ড কুটি পাড়ায় চলছে  গন অধিকার পরিষদের সদস্য সংগ্রহ ও উঠান বৈঠক।
আজ শুক্রবার ৩১শে আগস্ট ২০২৫ইং, শুক্রবার বিকেল ৩. ৩০ মিনিটে বাংলাদেশ গণধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখা নেতৃত্বে শুরু করা হয় উঠান বৈঠক ও আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় ডিমলা উপজেলার ছাত্র অধিকার পরিষদের আজিনুর রহমানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন জনাব জাহাঙ্গীর আলম আকাশ,যুগ্ন সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ রানা, বাংলাদেশ গন অধিকার পরিষদ ডিমলা উপজেলা।
সভাপতির বক্তব্যে মাসুদ রানা শুরুতেই উপস্থিত সবাইকে সালাম দিয়ে ভিপি নূরের সততা ও ৫ই আগস্টের কথা তুলে ধরেন। তিনি বলেন ৫ই আগস্ট ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের অন্যায়ের প্রতিবাদে আমরা ঝাপিয়ে পড়ছিলাম আমাদের নেতা (গন অধিকার পরিষধের চেয়ারম্যান) ভিপি নুরকে সে সময় আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা দিয়েছিল কিন্তুু সে টাকা গ্রহণ করেননি। আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন চালিয়ে গিয়েছিলাম তিনি আরো বলেন তাকে গ্রেফতার করা হলেও তিনি গাড়ি থেকে চিৎকার করে বলেন এই সরকারের পতন ৯০শতাংশ হয়েছে আর ১০শতাংশ বাকি আছে এটি ধাক্কা দিলেই পড়ে যাবে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন আমরা সততার শহীদ একটি শক্তিশালী দল গঠন করব। সৎ ও নির্ভরযোগ্য। তিনি জানান ডিমলা উপজেলায় এখনো এমপি পদে প্রার্থী পাওয়া যায়নি কিন্তু প্রার্থী পছন্দের তালিকা এখনো চলমান আছে আমরা দুই এক দিনের মধ্যেই প্রার্থী পেয়ে যাব হয়ত এবং ভিপিনুর সাথে থাকার আহবান করে তার বক্তব্য শেষ করেন।

আরো বক্তব্য পেশ করেন জাহাঙ্গীর আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক ডিমলা উপজেলা গনঅধিকার পরিষদ,তিনি সবাইকে সালাম জানিয়ে তার বক্তব্য বলেন,বাংলাদেশ গন গণতিকার পরিষদ ভিপি নুরের সৈনিক আমরা।
আমরা সবাই একসাথে কাজ করব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। চাঁদাবাজি জুলুম থাকবে না আমরা ছাত্র আমরা নতুন সমাজ গিরব।বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক দেশ রাজনীতি করার এটাই আমাদের সময় গণধিকার পরিষদের সদস্য হওয়ার জন্য সবাইকে আহবান করে তার বক্তব্য শেষ করেন।

উক্ত আলোচনায় শেষ অংশে মুখরিত স্লোগানে ভরপুর উপস্থিত সদস্য বৃন্দ ও স্থানীয়রা মুখে মুখে স্লোগান
বাংলাদেশের ভবিষ্যৎ নূর ভাইয়ের পরিশোধ।
নূর ভাইয়ের পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ স্লোগানে শেষ করা হয় আজকের সভা।

আরও খবর:

Sponsered content