Admin1234@ ৩০ অক্টোবর ২০২৫ , ৯:২৩:৪৮ 134
মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ফায়ার সার্ভিসের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা কলেজের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। তিনি বলেন,
> “বিএনপির নেতাকর্মীদের এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্যসচিব তোসিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপজেলা যুবদল, বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

















