অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনার সময় র‌্যাবের হাতে যুবক গ্রেফতার

  Admin1234@ ৩০ অক্টোবর ২০২৫ , ৬:৩১:৩৬ 68

 

শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার। 

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনার সময় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) রাত ৯টা ৫০ মিনিটে শান্তির মোড়ে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোল পাকা রাস্তায় সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মো. আতিক (১৮), পিতা মো. ফারুক আলী, সাং ঝিলিম বাজার, আমনুরা, সদর থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা—কে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর:

Sponsered content