Admin1234@ ৩০ অক্টোবর ২০২৫ , ৯:৩০:২০ 89
নিউজ ডেক্স,প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া।

আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তিত পরিস্থিতি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আহ্বান জানান।
আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান এ সময় বলেন—“আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণই পেশাদার সেনাবাহিনীর মূল শক্তি। ভবিষ্যতের কঠিন বাস্তবতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোর আমাদের জাতীয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ স্তম্ভ। এদের ঐতিহ্য, শৃঙ্খলা ও আত্মত্যাগ সেনাবাহিনীর গর্বের প্রতীক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট এসিএন্ডএস; মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধিনায়কগণ।
এসময় সেনাপ্রধান কোরগুলোর প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির দিকগুলো নিয়েও মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান।

















