Uncategorized

সৈয়দপুরে যাত্রীর ব্যাগে মিলল ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ব্যবসায়ী গ্রেপ্তার

  Admin1234@ ২৯ অক্টোবর ২০২৫ , ৮:৫৫:৩০ 56

 

উজ্জল গির
নীলফামারী জেলাঃ প্রতিনিধি।

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী অভিযানে এক যাত্রীর ব্যাগ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আব্দুল খালেক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কের রাজা ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যাত্রীর ব্যাগে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল খালেক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গা গ্রামের মৃত খমির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা আরও বলেন, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

আরও খবর:

Sponsered content