Admin1234@ ২৯ অক্টোবর ২০২৫ , ৮:৩৯:০৩ 56
মাহবুবুল আলম ফারুকী, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই রক্তাক্ত কালো অধ্যায়—আওয়ামী লীগের লাঠি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুড়িগ্রামের রৌমারীতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে রৌমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক।
তিনি তাঁর বক্তব্যে বলেন—
> “২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। ওইদিন রাষ্ট্রীয় মদদে আমাদের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। আজও সেই শহীদদের রক্তের ঋণ আমরা ভুলিনি। ইনশাআল্লাহ, বিচার একদিন হবেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার আমির অধ্যাপক হায়দার আলী এবং উপজেলা সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন।
বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তারা বর্তমান সরকারের অব্যাহত দমন-পীড়ন ও গণগ্রেপ্তারের নিন্দা জানিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানস্থল জুড়ে স্লোগান, ব্যানার, পোস্টার ও উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাসে রৌমারী যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায়।












