Admin1234@ ২৯ অক্টোবর ২০২৫ , ১০:২৮:৫২ 83

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন, রাজশাহী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। নিয়মিতভাবে র্যাব জঙ্গিবাদ, অস্ত্র, সন্ত্রাস, মাদক ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত অবস্থায় এক সরল যুবতীর সঙ্গে লিবিয়া প্রবাসী মোঃ মাসুম মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফিরে এসে মাসুম বিবাহের প্রলোভন দিয়ে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যুবতীকে একাধিকবার ধর্ষণ করে। পরে জাল দলিল তৈরি করে ভুয়া বিবাহের মাধ্যমে গাজীপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে।
ভিকটিম গর্ভবতী হলে মাসুম পালিয়ে যায়। পরে স্বামীর স্বীকৃতি চাইতে গেলে তাকে মারধর ও হত্যার হুমকি দেয়। আদালতের নির্দেশে বগুড়ার শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ (সংশোধনী) এর ৯(১) ধারায় মামলা (নং-০৩, তারিখ-০১/০৯/২০২৫) রুজু হয়।
দেশব্যাপী আলোচিত এই মামলার মূলহোতা আসামি মোঃ মাসুম মণ্ডল (২৭) কে আজ ২৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১২টা ৫ মিনিটে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির সদস্যরা এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের সত্যতা স্বীকার করেছে। তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সময় প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।














