Admin1234@ ২৯ অক্টোবর ২০২৫ , ১:৩০:১৬ 70

বিনোদন ডেক্স, প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া:-
বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তমন্না ভাটিয়াকে নিয়ে তীব্র মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি বলেন, “তমন্নাকে নিয়ে আমার কোনও ব্যক্তিগত সমস্যা নেই। কিন্তু ‘বাহুবলী’র মতো বিখ্যাত ছবিতে অভিনয় করার পরও তিনি এখন আইটেম গান করছেন! কোটি টাকার সিনেমার নায়িকা হয়ে হঠাৎ ৫-১০ লাখ টাকার আইটেম গানে নাচা কি যুক্তিযুক্ত? এই ধরনের গান আমার মতো শিল্পীদের জন্যই মানানসই।”
রাখির দাবি, বড় বড় নায়িকারা তখনই আইটেম গানে আসেন যখন তাঁদের ক্যারিয়ার মন্দার দিকে যায়। তিনি বলেন, “এরা প্রথমে নায়িকা হতে চেয়েছিল, এখন যখন আলো ম্লান, তখন আমাদের জায়গা দখল করতে এসেছে। লজ্জা করা উচিত!”
তিনি আরও যোগ করেন, “আজকের অভিনেত্রীরা নায়িকা, বোন, আইটেম গার্ল—সব চরিত্রই করতে চান। তাহলে আমাদের মতো শিল্পীরা কোথায় দাঁড়াব?”
অন্য এক সাক্ষাৎকারে রাখি আরও বলেন, “আমি অভিনয়ে যেমন সততা ও শক্তি এনেছিলাম, আজকের প্রজন্মে সেটা নেই। ওরা আমাদের দেখে আইটেম গান করছে, কিন্তু আত্মা নেই সেই নাচে।”
রাখি জানান, তিনি আবারও বলিউডে ফিরছেন—শুধু আইটেম গার্ল হিসেবে নয়, এবার প্রধান অভিনেত্রী হিসেবেও। ‘পরদেশিয়া’ ও ‘দেখা হ্যায় তু কেয়া’-এর মতো চার্টবাস্টার গানের জন্য পরিচিত রাখি গত কয়েক বছর দুবাইয়ে কাটানোর পর স্থায়ীভাবে ভারতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।










