বিশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে চার থানার ওসি পদে রদবদল

  Admin1234@ ২৯ অক্টোবর ২০২৫ , ১:১১:৫১ 83

 

শিমুল পারভেজ,স্টাফ রিপোর্টার :-

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানা, নাচোল থানা, ভোলাহাট থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম বিপিএম-সেবা।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমানকে ভোলাহাট থানায়, ভোলাহাট থানার ওসি মোঃ শহিদুল ইসলামকে নাচোল থানায়, ডিবির ওসি মোঃ শাহীন আকন্দকে সদর মডেল থানায় এবং নাচোল থানার ওসি মনিরুল ইসলামকে ডিবির ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “নাচোল থানার বর্তমান ওসি মনিরুল ইসলাম একজন সিনিয়র ও দক্ষ পুলিশ কর্মকর্তা। তাঁর অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনা করে তাঁকে ডিবির ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এটি রুটিন ওয়ার্কের অংশ হিসেবে করা হয়েছে। এতে থানাগুলোর কার্যক্রমে গতি আসবে এবং প্রশাসনিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

আরও খবর:

Sponsered content