Admin1234@ ২৯ অক্টোবর ২০২৫ , ৫:৩৮:০৯ 57
বিনোদন ডেস্ক:

বিনোদন জগতের তারকাদের কথা উঠলেই চোখে ভেসে ওঠে আকাশপথে যাত্রা বা বিলাসবহুল গাড়ির ঝলক। তবে সাম্প্রতিক সময়ে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন। সিনেমা বা ওয়েব সিরিজের প্রচারে এখন অনেক টলিউড তারকাকেই দেখা যায় ট্রেন বা বাসে যাত্রা করতে। ‘রঘু ডাকাত’ ছবির প্রচারের সময়ও এমন দৃশ্য নজর কেড়েছিল দর্শকদের।
তবে এবার আলোচনায় এসেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। সম্প্রতি তার বন্দে ভারত ট্রেনে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সাধারণ পোশাকে অভিনেত্রী প্ল্যাটফর্মে হেঁটে ট্রেনে উঠছেন। সেই সময় সাংবাদিকরা জানতে চান— “ট্রেনে চড়ে কেমন লাগছে?”
অভিনেত্রীর জবাব ছিল,
> “প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে উঠেছিলাম, আবার এখন উঠছি। সত্যিই একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।”
কৌশানির এই মন্তব্য শোনার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় কটাক্ষ ও সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, “শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল তাহলে?” আরেকজন মন্তব্য করেন, “এখন নতুন নাটক শুরু হয়েছে।”
কেউ কেউ আবার মজার ছলে জানতে চেয়েছেন, “সবাই মিলে মালদহ যাচ্ছেন নাকি?” অন্যদিকে কেউ প্রশ্ন তুলেছেন, “গাড়ি থাকতে ট্রেনে কেন?”
ভাইরাল এই ভিডিও ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। কেউ অভিনেত্রীর সরলতাকে প্রশংসা করছেন, আবার কেউ দেখছেন এটি তারকাদের বাস্তবতা থেকে দূরে থাকার এক উদাহরণ হিসেবে।











