বিনোদন

রাশমিকা-আয়ুষ্মানের ‘ধামা’তে ৭ দিনে বক্স অফিসে ধামাকা!

  Admin1234@ ২৮ অক্টোবর ২০২৫ , ৬:২০:৩৩ 68

বিনোদন ডেস্কঃ- প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া। 

 

দক্ষিণী তারকা রাশমিকা মান্দনা ও বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা জুটির প্রথম ছবি ‘ধামা’ মুক্তির এক সপ্তাহেই ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির মাত্র সাত দিনে দেশি-বিদেশি আয় মিলিয়ে ছবিটি ছাড়িয়েছে ১৪০ কোটি টাকার মাইলফলক, যা এ বছরের অন্যতম সফল ছবিতে পরিণত করেছে ‘ধামা’–কে।

প্রথম দিনে ছবিটির আয় ছিল ২৪ কোটি টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনের কালেকশন। পরের দিন থেকে কিছুটা পতন দেখা গেলেও দর্শকের আগ্রহ কমেনি।
দ্বিতীয় দিনে আয় ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি, চতুর্থ দিনে ১০ কোটি— তবে পঞ্চম দিনে আবার ঘুরে দাঁড়ায় ছবিটি।

ভারতের বক্স অফিসে এক সপ্তাহে *‘ধামা’*র আয় দাঁড়িয়েছে ৯৫.৫৫ কোটি টাকা, আর আন্তর্জাতিকভাবে ছবিটি ইতোমধ্যে ১৪০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে ১৫০ কোটির পথে দ্রুত এগিয়ে চলছে।

এই সাফল্যের মাধ্যমে আয়ুষ্মান খুরানা পেলেন তার ক্যারিয়ারের ১২তম ১০০ কোটির ছবি, যা তার ভক্তদের জন্য এক বড় প্রাপ্তি।

এছাড়া, *‘ধামা’*র অর্জনে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এখন ইতিহাস গড়েছে— তাদের সম্মিলিত আয় পেরিয়েছে ১০০০ কোটির সীমা।

এই ফ্র্যাঞ্চাইজির অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে—

‘স্ত্রী ২’ – ৬২৭.৫০ কোটি

‘স্ত্রী’ – ১২৯.৬৭ কোটি

‘মুজিয়া’ – ১০৭ কোটি

‘ভেড়িয়া’ – ৬৫.৮৪ কোটি

এগুলোর সঙ্গে *‘ধামা’*র ৯৫.৫৫ কোটি যুক্ত হয়ে ম্যাডক ইউনিভার্সের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০২৫ কোটি টাকায়।

যদিও ‘ধামা’ এখনো শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ‘স্ত্রী’ (১৮০ কোটি টাকা)–এর রেকর্ড ছুঁতে পারেনি, তবুও বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহেই ছবিটি আরও বড় মাইলফলক স্পর্শ করতে পারে।

আরও খবর:

Sponsered content