Admin1234@ ২৮ অক্টোবর ২০২৫ , ৬:৩৩:১৯ 60
প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া, নিউজ ডেক্সঃ-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের অভিজ্ঞতা নিয়ে বিস্তর একটি প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গঠিত তদন্ত কমিটির সদস্যরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের নানা দিক বিশ্লেষণ করে ১০০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।
প্রতিবেদনে টুর্নামেন্ট আয়োজন, দল গঠন, আর্থিক কাঠামো, খেলোয়াড় বণ্টন, মাঠের পারফরম্যান্স, বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকারসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে যে জটিলতা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, তা নিয়েও বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে।
তদন্ত কমিটি জানিয়েছে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি ও ত্রুটি ছিল। তবে সেসব সমাধানের জন্য ভবিষ্যতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি খেলোয়াড়দের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাব দিয়েছে কমিটি।
বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, “কমিটি তাদের কাজ শেষ করে বিসিবি সভাপতির কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এখন সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, বিপিএল পরিচালনায় গত কয়েক মৌসুম ধরেই নানা বিতর্কের মুখোমুখি হয়েছে বিসিবি। তাই এবার ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও টেকসই করার উদ্যোগ নিয়েছে বোর্ড।

















