রাজনীতি

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সুপারিশ’ — জাতীয় ঐকমত্য কমিশন

  Admin1234@ ২৮ অক্টোবর ২০২৫ , ৬:২৭:২৭ 58

প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া, নিউজ ডেক্সঃ-

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে।

মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন জানায়, প্রস্তাবিত গণভোটের ব্যালটে যে প্রশ্নটি রাখা হবে তা হলো—

> “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ইহার তফসিল–১ এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?”

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের দিনসহ তার আগে যেকোনো দিন সরকার চাইলে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের আয়োজন করতে পারবে।

ঐকমত্য কমিশন আরও বলেছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। তবে সংস্কার পরিষদের মেয়াদ থাকবে ২৭০ দিন।”

এ ছাড়া বিকল্প প্রস্তাবে কমিশন উল্লেখ করেছে, যদি সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করতে না পারে, তাহলে গণভোটে পাস হওয়া বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।

আরও খবর:

Sponsered content