Admin1234@ ২৭ অক্টোবর ২০২৫ , ৪:০২:৩৬ 85
আব্দুল হালিম,ডিমলা উপজেলা প্রতিনিধি

২৬শে অক্টোবর রোজ (রবিবার) ২০২৫ ইং
কুটিপারা স্কুল সংলগ্ন মাঠে ছোট বাচ্চাদের ইসলামিক বই বিতরণ ও নির্বাচনী আলোচনা সভা শুরু হয়।
উক্ত আলোচনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ আব্দুস সাত্তার
কেন্দ্রীয় মজলিস জেলা আমির জামায়াতে ইসলামি ও দাঁড়িপাল্লা মার্কা নির্বাচনী প্রার্থী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাও মজিবুর রহমান
উপজেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামি ডিমলা শাখা
বিশেষ অতিথি হিসেবে উপ স্তিথ ছিলেন মাওলানা নূর মোবাশ্বের
আমির উপজেলা বাংলাদেশ ইসলামিক ডিমলা শাখা।
উদ্বোধনী বক্তা জনাব মশিউর রহমান
বাংলাদেশ জামায়াতে আমির ০৯ং
ওয়াড।
সভাপতি তো করেন জনাব সাইদুর রহমান
বিশিষ্ট ব্যবসায়ী, কুটিপাড়া।
বক্তব্যের শুরুতেই এলাবাসির প্রতি সালাম জানিয়ে দারিপাল্লা মার্কায় ভোট দিয়ে একাকার সান্তির কথা বলেন এবং ইসলামি দলকে শক্তিশালী করার আহবান করেন।
আলোচনার শেস অংশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন আমি দাঁড়িপাল্লা মার্কায় জয় যুক্ত হলে শিক্ষার মান উন্নয়ন এলাকার রাস্তাঘাট ও মান উন্নয়ন করার লক্ষ্যে পাশে থাকব।দারি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেশকে পরিবর্তনের কথা তুলে ধরেন।বিএনপি নেতাদের কটুক্তির মন্তব্যে তিনি বলেন জামায়াত পারেনা জামায়াতি দল জান্নাত দিতে পারে না কিন্তু জা নাত্তি পথ দেখায় তিনি আরো বলেন জনসমর্থন না থাকায় নানান গুজব ছড়াচ্ছে তারা।
উক্ত আলোচনায় সভায় সভাপতি সাইদুর রহমান বলেন দেশে ন্যায় নীতি ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য উপযুক্ত প্রার্থীকে ভোট দেওয়া দরকার দরকার












