লাইফস্টাইল

দুমকী উপজেলায়, তালুকদার হাটে, একতা স্মৃতি সংসদের উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ।।

  Admin1234@ ২৬ অক্টোবর ২০২৫ , ১২:২৭:৪০ 44

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি:

 

চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজারে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে একতা স্মৃতি সংসদ। বৃহস্পতিবার তালুকদার বাজারে সংগঠনের অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা স্মৃতি সংসদের সভাপতি মো. শামীম তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে ইউপি সদস্য , আবু জাফর মৃধা, মো. কামাল হোসেন হাওলাদার ও মো. সুলাইমান মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের প্রা ৩’শ চারা বিতরণ করা হয়। কাঠাল গাছের চারা হাতে পেয়ে স্থানীয় বৃদ্ধা সোনাবরু বেগম বলেন, “চারা কেনার সামর্থ্য নেই। ক্লাবের লোকজনকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার
জন্য। আরেক স্থানীয় বাসিন্দা শাহজাহান হাওলাদার বলেন, আমি লেবুর চারা পেয়েছি। আমার পতিত জমিতে লাগাবো খুব উপকৃত হবো। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাফর আলী একতা স্মৃতি সংসদের প্রশংসা করে বলেন, “এটি একটি অরাজনৈতিক সংগঠন, যা জনকল্যাণে ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ সমাজের তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে। প্রধান অতিথি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, “সবুজে ভরিয়ে তোলার অঙ্গীকার নিয়ে সংগঠনটির এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। উল্লেখ্য, একতা স্মৃতি সংসদ ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মাদক নির্মূল, অসহায় ও গরিবদের চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।
২৫,১০,২৫।

আরও খবর:

Sponsered content