জাতীয়

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

  Admin1234@ ২২ অক্টোবর ২০২৫ , ১২:৩৬:৪১ 53

 

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের কড়া দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বড় সাফল্য অর্জন করেছে।

এক বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি অবৈধ গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি চৌকস দল, যার নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) আশিকুর রহমান এবং এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান, সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল ৪টা ৫৫ মিনিটে (১৬:৫৫ ঘটিকায়) এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে দলটি দর্শনা থানাধীন গিরিশনগর গ্রামস্থ জনৈক মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ হাশেম আলী এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়।

এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা অবস্থায় চিহ্নিত মাদক কারবারি মোঃ বাচ্চু মিয়া (৫৫), পিতা-মৃত আইন জোয়ার্দ্দার, মাতা-মৃত আয়াতুন নেছা, গ্রাম-গিরিশনগর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীর দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
জেলা পুলিশের মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান জেলায় মাদকের বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে তাদের এই কঠোর অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আরও খবর:

Sponsered content