জাতীয়

স্থানীয় সাংবাদিকতার গতি আনতে বাংলাদেশ প্রেস ক্লাবের কচাকাটা কমিটি গঠন

  Admin1234@ ২০ অক্টোবর ২০২৫ , ৩:৪৭:০৫ 19

মোঃ সোলায়মান গনি,কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান কচাকাটা থানা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
রবিবার (১৯ অক্টোবর) এই কমিটি অনুমোদনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সংগঠনটি নতুন উদ্যমে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফরিদুল ইসলাম।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইদুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী,
সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম রাসু,
যুগ্ম সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান,
সাংগঠনিক সম্পাদক মোঃ আলেফ উদ্দিন
এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জহুরুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ আব্দুর রহমান,
প্রচার সম্পাদক মোঃ দুর্জয় হাসান,
কার্যনির্বাহী সদস্য আবু সাইদ ইসলাম,
এবং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তাজুল মোল্লা, মোঃ তাজুল ইসলাম ও মেহেদী হাসান মিলু।

প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও জোরদার হবে।
তারা বিশ্বাস করেন, নতুন নেতৃত্ব কচাকাটায় স্বাধীন ও মানসম্মত সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর:

Sponsered content