অপরাধ

রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

  Admin1234@ ১১ অক্টোবর ২০২৫ , ৯:১১:২৭ 80

মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম নুর আলম (৩৭)। তিনি রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা।

রৌমারী থানা পুলিশ জানায়, শুক্রবার (১০ অক্টোবর) ভোরে রৌমারী সরকারি কলেজ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও খবর:

Sponsered content