অপরাধ

দুমকি উপজেলায়, গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

  Admin1234@ ১০ অক্টোবর ২০২৫ , ১:৫৯:৫৬ 41

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর ২০২৫) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, ৯নং ওয়ার্ডের মৃত আলতাফ মৃধার পুত্র মো. রুবেল মৃধা (৩১) ও একই ওয়ার্ডের মো,জাফর ফকিরের পুত্র মো. মিরাজ (২৬)। অভিযানে নেতৃত্ব দেন দুমকি থানার এসআই (নিঃ) মো. সজিব হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, আটক দুই আসামিকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরও খবর:

Sponsered content