Admin1234@ ১০ অক্টোবর ২০২৫ , ২:০৭:৩৬ 63
মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে এক অসহায় বৃদ্ধকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে মানবিক উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছে সামাজিক সংগঠন স্বপ্নীল বন্ধু সংঘ।
শনিবার বিকেলে উলিপুর আজম মোড় এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই অজ্ঞাত বৃদ্ধকে প্রথমে দেখতে পান সংগঠনের সাধারণ সম্পাদক মাহামুদুল ইসলাম (মাহিদ)। তিনি দ্রুত সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে বৃদ্ধটিকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে স্বপ্নীল বন্ধু সংঘের সদস্যরা নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে তাকে সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদ জানান,
“আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ থেকে এই কাজ করেছি। এখন বৃদ্ধটির পরিচয় ও পরিবারের খোঁজ বের করতে কাজ করছি।”
এদিকে, সংগঠনটির এই মানবিক কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই স্বপ্নীল বন্ধু সংঘের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে “মানবতার সেবা” হিসেবে উল্লেখ করেছেন।

















