Uncategorized

রাণীশংকৈলে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

  Admin1234@ ৫ অক্টোবর ২০২৫ , ১:১০:১১ 52

রাণীশংকৈলে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

উজ্জল গির,রংপুর বিভাগীয় ব্যুরোঃ

‎ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলগামী ইসলাম পরিবহনের একটি নৈশ কোচের সঙ্গে মুরগির লিটারবাহী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোচের ড্রাইভার গুরুতর আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‎রবিবার সকাল ৯টার দিকে নেকমরদ–রাণীশংকৈল মহাসড়কের ভোলাপাড়া টেকিয়া মহেষপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের নৈশ কোচটি (ঢাকা মেট্রো ব-১৫-৬৫১৫) রাণীশংকৈল যাচ্ছিল। অপরদিকে রাণীশংকৈল থেকে নেকমরদের দিকে যাচ্ছিল মুরগির লিটারবাহী একটি খালি ট্রাক। ভোলাপাড়া ভাটার রাস্তার কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে কোচটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

‎দুর্ঘটনায় কোচের ড্রাইভার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।



আরও খবর:

Sponsered content